আলজেরিয়ায় দাবানলে ৬৫ প্রাণহানি

আলজেরিয়ায় দাবানলে ৬৫ প্রাণহানি

আলজেরিয়ায় দাবানলে ৬৫ প্রাণহানি

আলজেরিয়ার ভয়াবহ দাবানলে ২৮ সেনাসদস্যসহ ৬৫ জন মারা গেছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আলজেরিয়ার ভয়াবহ দাবানলে ২৮ সেনাসদস্যসহ ৬৫ জন মারা গেছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির পার্বত্য অঞ্চল কিবিলিতে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপন কর্মীদের সহায়তার জন্য সরকার সেনা মোতায়েন করেছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৮ জন সেনা সদস্য। আগুনে  গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও ১২ জন।

প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ তেবুনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

গত সপ্তাহে আলজেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তৃত অংশে দাবানল ছড়িয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চল এখন দাবানলের হটস্পট হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক জলবায়ু পর্যবেক্ষক।

সোমবার থেকে আলজেরিয়ার উত্তরের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। দাবানলের সবচেয়ে ভয়াবহ কবিলত অঞ্চল হচ্ছে কিবিলির তিজি ওউজু এলাকা। 

এই অঞ্চলের বাড়িঘর পুড়ে যাওয়া বাসিন্দারা পাশের শহরগুলোর হোটেল, হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/170195/আলজেরিয়ায়-দাবানলে-৬৫-প্রাণহানি