আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে গান বাজনা

আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে গান বাজনা

আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে গান বাজনা

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান আফগানিস্তানের দখলে যাওয়ার পর দেশটির শিল্প-সংস্কৃতি অঙ্গনের লোকেরা অনেক বেশি আতঙ্কে আছেন।  সেই আতঙ্কের মধ্যেই ঘোষণা এলো আফগানিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে গান বাজনা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, তালেবানদের শাসন চলাকালীন আফগানিস্তানে সংগীতের অনুমোদন থাকবে না। 

 ১৯৯৬-২০০১ পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সেসময় আইন অমান্যকারীদের ভয়াবহ শাস্তির মুখে পড়তে হত।

এ ব্যাপারে তালেবান নেতা মুজাহিদ আরও বলেন, ইসলামে সংগীত নিষিদ্ধ। আমরাও চাই না। আমরা চাই জোর করে কিছু চাপানোর আগেই মানুষ নিজেরাই সংগীত এড়িয়ে চলতে শুরু করবে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট তালেবানের আগ্রাসনের মুখে পশ্চিমাসমর্থিত সরকারের পতন ঘটে। এরপর থেকেই কাবুল চালাচ্ছে তালেবান। আর আফগানিস্তান ত্যাগে বিমানবন্দরে হিড়িক পড়ে গেছে দেশটির জনগণের। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ কাবুলে বিশেষ প্লেন পাঠিয়ে তাদের নাগরিকদের ফেরত নিয়েছে। কাবুল বিমানবন্দরে এই কার্যক্রমই এখনো চলছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171915/আফগানিস্তানে-নিষিদ্ধ-হচ্ছে-গান-বাজনা