কিছু কাপড় আর কোট নিয়ে দেশ ছেড়েছিলাম: গানি

কিছু কাপড় আর কোট নিয়ে দেশ ছেড়েছিলাম: গানি

কিছু কাপড় আর কোট নিয়ে দেশ ছেড়েছিলাম: গানি

ইউএই থেকে ভিডিও বার্তাটি প্রকাশ করেন গানি

আন্তর্জাতিক ডেস্ক

বিপুল পরিমান অর্থ নিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গানি। প্রথমবারের মতো এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। ইউএই থেকে ভিডিও বার্তাটি প্রকাশ করেন গানি। বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।  

আশরাফ গানি বলেন, ‘আমি দেশ ছেড়েছিলাম শুধুমাত্র একটি কোট এবং কিছু কাপড় নিয়ে।’ তালেবানদের কাবুল দখলের প্রেক্ষাপটে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়া আশরাফ গানি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রয়েছেন বলে উপসাগরীয় রাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে। 

এক বিবৃতিতে ইউএই’র পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ইউএই পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, মানবিক কারণে সংযুক্ত আরব আমিরাত আশরাফ গানি এবং তার পরিবারকে দেশটিতে স্বাগত জানাচ্ছে।’ 

বুধবার ফেসবুকে প্রকাশিত ওই ভিডিও বার্তায় আশরাফ গানি বলেন, ‘আমি অর্থ নিয়ে পালিয়েছি, এটা বলে আমার ব্যক্তিত্ব হত্যার চেষ্টার চলমান রয়েছে।’ গানি তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ‘আপনারা চাইলে কান্টমস কর্মকর্তাদের জিজ্ঞেস করতে পারেন - এসব অভিযোগ ভিত্তিহীন।’ 

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ইস্যুতে আশরাফ গানি বলেন, ‘আমি যদি (দেশে) থাকতাম, তাহলে কাবুলে রক্তপাতের সাক্ষী হতে হতো আমাকে।’ আশরাফ গানি জানান, আফগান সরকারের কর্মকর্তাদের পরামর্শেই তিনি দেশ ছেড়েছিলেন। 

ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট বলেন, ‘ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র কওে কাবুল আরেকটা সিরিয়া অথবা ইয়েমেনে পরিণত হোক - এটা আমি চাইনি। এ কারণে দেশত্যাগ করেছিলাম।’ 

বাংলাদেশ জার্নাল / টি টি 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171011/কিছু-কাপড়-আর-কোট-নিয়ে-দেশ-ছেড়েছিলাম-গানি