দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ

গোপালগঞ্জের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ২৩টি চায়না ম্যাজিক জাল ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ২৩টি চায়না ম্যাজিক জাল ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের রহমান রাশেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাতে কাশিয়ানী উপজেলার বেথুরী ইউনিয়নের বিভিন্ন বিল ও মুকসুদপুর উপজেলার কাশালিয়া ও উজানী ইউনিয়নের চান্দার বিল থেকে এসব জাল আটক করা হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় জানান, বিল থেকে ম্যাজিক ও কারেন্ট জাল সরিয়ে নেয়ার জন্য কয়েকবার মাইকিং করে জেলেদের জানিয়ে দেওয়া। 

কিন্তু তারা নিষেধ না শুনে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছিল। পরে উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৭টি চায়না ম্যাজিক জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়। যার বাজার মুল্য প্রায় ৭০ হাজার টাকা। 

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ, বেথুড়ী ও পুইশুর ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের রহমান রাশেদ জানান, মুকসুদপুর উপজেলার চান্দার বিল এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চায়না ম্যাজিক জাল ও দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। 

এর আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। এসময় মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনওরা আরও জানান, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

বাংলাদেশ জার্নাল/ওএফ

 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169091/দুই-হাজার-মিটার-কারেন্ট-জাল-জব্দ