চট্টগ্রামে একদিনে আরও ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে একদিনে আরও ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে একদিনে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৪ জন নগরের আর বাকি ৩ জন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৪ জন নগরের আর বাকি ৩ জন উপজেলার বাসিন্দা। 

এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৩ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ৬৮০ জন নগরের আর ৫২৩ জন উপজেলার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩০৬ জন করোনা রোগী। এদের মধ্যে ১৬৬ জন নগরের আর ১৪০ জন উপজেলার বাসিন্দা। 

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৮ জনে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে ৭১ হাজার ৬৩৪ জন নগরের আর ২৬ হাজার ৬৩৪ জন উপজেলার বাসিন্দা।

বুধবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ১ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ৩০৬ জনের ফলাফল পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় ১৪ উপজেলায় শনাক্ত হয়েছে ১৪০ জন। তার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়। যেখানে ২৪ ঘণ্টায় ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

এদিকে, দক্ষিণ চট্টগ্রামের ৭ উপজেলার চেয়ে দ্বিগুণ শনাক্ত হয়েছে উত্তর চট্টগ্রামের ৭ উপজেলায়।  গত ২৪ ঘণ্টায় দক্ষিণ চট্টগ্রামে নতুন করে করোনাশনাক্ত হয়েছে ৪৬ জনের। একই সময়ে উত্তর চট্টগ্রামে করোনা পজিটিভ হন ৯৪ জন!

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171800/চট্টগ্রামে-একদিনে-আরও-৭-জনের-মৃত্যু