সাতক্ষীরায় একদিনে আরও ৭ মৃত্যু

সাতক্ষীরায় একদিনে আরও ৭ মৃত্যু

সাতক্ষীরায় একদিনে আরও ৭ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন।

সাতক্ষীরা প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। 

শুক্রবার সকালে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মানস কুমার মণ্ডল জানান, জেলায় আজ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৬ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত ২৫ হাজার ৫৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৬ হাজার ১৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬২ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন।

বাংলাদেশ জার্নাল/ওএফ 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170322/সাতক্ষীরায়-একদিনে-আরও-৭-মৃত্যু