ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় ৬ দোকানে আগুন

ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় ৬ দোকানে আগুন

ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় ৬ দোকানে আগুন

গাইবান্ধায় ফল ব্যবসায়ী ও তার সহযোগীদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন নিহতের ঘটনায় ছয়টি ফলের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ফল ব্যবসায়ী ও তার সহযোগীদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন নিহতের ঘটনায় ছয়টি ফলের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের হকার্স মার্কেট সংলগ্ন ফলের দোকানে আগুন দেওয়া ঘটনা ঘটে। 

জানা যায় গত বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যার দিকে জেলা বিএনপি অফিসের সামনে মঞ্জুরুল হাসান লিখনের (৩৮) ওপর হামলা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি শহরের পশ্চিমপাড়ায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা শহরের ডেভিড কোম্পানিপাড়ার রকসি মিয়া (২১), আকাশ মিয়া (১৯), রিফাত মিয়া (১৮) ও সাফি মিয়া (২০) নামে চারজনকে আটক করেছে পুলিশ। 

সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, বুধবার দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় শরিফ নামে দোকানদারের কাছে আম কিনতে যান। আম কেনার সময় শরীফের সঙ্গে বাগবিতণ্ডা হয় লিখনের। 

পরে লিখন বাড়িতে আম রেখে এসে শরীফের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। স্থানীয়রা উভয়ের মধ্যে সমঝোতা করে দেন। এরপর সন্ধ্যার দিকে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন মিলে লিখনকে মারপিট করে। 

এতে গুরুতর অসুস্থ হয় লিখন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, লিখনের মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169522/ছাত্রলীগ-নেতা-নিহতের-ঘটনায়-৬-দোকানে-আগুন