কাতার পাড়ি জমালেন আফগান নারী রোবোটিকস দলের নয় ছাত্রী

কাতার পাড়ি জমালেন আফগান নারী রোবোটিকস দলের নয় ছাত্রী

কাতার পাড়ি জমালেন আফগান নারী রোবোটিকস দলের নয় ছাত্রী

আফগানিস্তানের রোবোটিকস দলের নয় ছাত্রী দেশ ছেড়ে কাতারে পাড়ি জমিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রোবোটিকস দলের নয় ছাত্রী দেশ ছেড়ে কাতারে পাড়ি জমিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়,  নিরাপদে রোবোটিকস দলের নয় ছাত্রী কাতারের দোহায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। 

রোবোটিকস দলের প্রধান সংগঠন যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল সিটিজেন ফান্ড (ডিসিএফ) জানায়, তালেবানের কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার তিন দিন আগে তারা মেয়েদের এ টিমকে আশ্রয় দিতে কাতার সরকারে অনুরোধ জানায়। কাতার সরকারও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তাদেরকে সেখানে নেয়ার জন্য। তাদের সঙ্গে দেশত্যাগ করেন ২৫ বছর বয়সী এক শিক্ষকও।

আফগান উদ্যোক্তা ও ডিসিএফ প্রতিষ্ঠাতা রয়া মাহাবুব ২০১৭ সালে এই টিম গঠন করেন। গত বছর তারা স্বল্প খরচে করোনা রোগীদের জন্য ভ্যান্টিলেটর তৈরি করেও বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল । দেশটির নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে দেখা হয় এসব সম্ভাবনাময় ছাত্রীকে।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171218/কাতার-পাড়ি-জমালেন-আফগান-নারী-রোবোটিকস-দলের-নয়-ছাত্রী