কাবুলে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৯

কাবুলে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৯

কাবুলে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৯

কাবুল বিমানবন্দরে একটি আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ অন্তত ১৭৫ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে তীব্র উত্তেজনা রয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কাবুলে একটি আবাসিক এলাকায় মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। খবর সিএনএন

রোববার মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলা চালায়। তারা বলছে, কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তালেবানের মুখপাত্রও বলছেন, গাড়িতে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আত্মঘাতী একজন হামলাকারী। এসময়ই আত্মঘাতী হামলকারীর গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী।

এদিকে গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হলেও পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 

নিহত এক শিশুর ভাই জানান, আমরা সাধারণ একটি পরিবার ছিলাম। আমরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএসআই) নই। এটা আমাদের পারিবারিক বাড়ি।

এর আগে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে একটি আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ অন্তত ১৭৫ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে তীব্র উত্তেজনা রয়েছে। রোববার হামলা হবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172291/কাবুলে-মার্কিন-হামলায়-শিশুসহ-নিহত-৯