বাংলাদেশ-মিশর: সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

বাংলাদেশ-মিশর: সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

বাংলাদেশ-মিশর: সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ঢাকা-কায়রো-ঢাকার রাউন্ড ট্রিপের ইকোনোমি ক্লাসের টিকিটের দাম শুরু হবে ৬৬০ ইউএস ডলারে। বিজনেস ক্লাসের টিকিটের দাম শুরু ১ হাজার ৫০০ ডলার থেকে।

জার্নাল ডেস্ক

ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও মিশর। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে দেশটির জাতীয় পতাকাবাহী ইজিপ্ট এয়ার।

বুধবার (১৮ আগস্ট) মিশরে বাংলাদেশ দূতাবাসের মধ্যস্থতায় আলো ঢাকা এভিয়েশন ও ইজিপ্ট এয়ার সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি সই করে।

জানা যায়, ১ নভেম্বর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। দেশটির স্থানীয় সময় প্রতি সোম ও বৃহস্পতিবার বেলা দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ফ্লাইটটি। পরের দিন বাংলাদেশ সময় রাত একটা পাঁচ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এটি। একইভাবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত দুইটা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে পরের দিন স্থানীয় সময় ভোর ছয়টা ৪০ মিনিটে কায়রোয় পৌঁছাবে ফ্লাইটটি। এয়ারবাস ৩৩০-৩০০ বা অন্য কোনো নতুন এয়ারক্রাফটে ফ্লাইট পরিচালনা করবে ইজিপ্ট এয়ার।

বিমান সংস্থাটি জানিয়েছে,  ২০টি বিজনেস ক্লাসসহ মোট ২৮০ আসন থাকবে বিমানে। যাত্রীর পাশাপশি ছয় টন সাধারণ কার্গো পরিবহন করতে পারবে।

ঢাকা-কায়রো-ঢাকার রাউন্ড ট্রিপের ইকোনোমি ক্লাসের টিকিটের দাম শুরু হবে ৬৬০ ইউএস ডলারে। বিজনেস ক্লাসের টিকিটের দাম শুরু ১ হাজার ৫০০ ডলার থেকে।

চুক্তিতে ইজিপ্ট এয়ারের পক্ষে সই করেন মোহামেদ ওয়েল ইদিমারদেশ ও আলো ঢাকা এভিয়েশনের পক্ষে সৈয়দ আলী সামি। এসময় মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম এবং মিসর এয়ার হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী ক্যাপ্টেন আমর আবু-উলেনিন ও মিশর এয়ারলাইন্সের চেয়ারম্যান পাইলট আমর নাবিল উপস্থিত ছিলেন।

মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, বহু প্রতীক্ষিত এই চুক্তি দুই দেশের পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ জার্নাল/এমজ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/171566/বাংলাদেশ-মিশর-সরাসরি-ফ্লাইট-চালুর-সিদ্ধান্ত