দিনাজপুরে একদিনে ৭ মৃত্যু

দিনাজপুরে একদিনে ৭ মৃত্যু

দিনাজপুরে একদিনে ৭ মৃত্যু

দিনাজপুরে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গে ৩ জনসহ মোট ৭ জন মারা গেছেন।

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গে ৩ জনসহ মোট ৭ জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে। এ সময় নতুন করে ৬৪ জন করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।  

তিনি জানান, দিনাজপুরে গত একদিনে ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫১ শতাংশ।

শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে। এক দিনে সুস্থ হয়েছেন ৬৬ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৫৪ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭৩ জন। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ২৪ জন।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169645/দিনাজপুরে-একদিনে-৭-মৃত্যু