গাজীপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

গাজীপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

গাজীপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। যা জেলায় এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ১৩৮ জনের করোনা শনাক্ত...

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। যা জেলায় এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৯২ জনে ও শনাক্ত ১৫ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার বিকেলে সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু বলে তিনি জানান।

ডা. মোঃ খায়রুজ্জামান জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের মধ্যে গাজীপুর সদরের ৯১ জন, কালীগঞ্জেের ১৭ জন, কালিয়াকৈরের ৮ জন ও কাপাসিয়ার ২২ জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গাজীপুর সদরের ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জের ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরের ১ হাজার ৬৭২, কাপাসিয়ার ১ হাজার ৬৫ ও শ্রীপুরের ১ হাজার ৮৫৯ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৭২ জন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167527/গাজীপুরে-একদিনে-সর্বোচ্চ-মৃত্যু