মুন্সীগঞ্জে বিধিনিষেধের প্রথম দিনে কঠোর প্রশাসন

মুন্সীগঞ্জে বিধিনিষেধের প্রথম দিনে কঠোর প্রশাসন

মুন্সীগঞ্জে বিধিনিষেধের প্রথম দিনে কঠোর প্রশাসন

করোরা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে মুন্সীগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

করোরা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে মুন্সীগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। 

শুক্রবার সকাল থেকে জেলার গুরুত্ত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। এছাড়াও ভ্রাম্যমাণ আদলাতের একাধিক টিম কাজ করছে। 

বন্ধ রয়েছে শপিংমল,দোকাটপাটসহ সব ধরনের সরকারি বেসরকারি অফিস আদালত। শহরে বন্ধ রয়েছে সকল ধরনের গণপরিবহন। তবে জরুরি প্রয়োজনে দু'একটি ব্যাটারি চালিত অটো ও মিশুক চলতে দেখা গেছে।

অপরদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সকল ধরনের নৌযান।  তবে ঘাট এলাকায় তেমন চাপ নেই। ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ে ও ঢাকা চট্টগাম মহাসড়কে শর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এব্যাপারে জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাজ আজাদ বলেন,সরকারে ঘোষণা অনুযায়ী জেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ও সঠিক ভাবে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে  কাজ করছে স্বাস্থ্যকর্মী ও  আইনশৃঙ্খলা বাহিনী।  তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে  বাড়ীতে থাকার আহবান জানান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167943/মুন্সীগঞ্জে-বিধিনিষেধের-প্রথম-দিনে-কঠোর-প্রশাসন