করোনায় সুস্থতার সংখ্যা ১৭ কোটি ছাড়াল

করোনায় সুস্থতার সংখ্যা ১৭ কোটি ছাড়াল

করোনায় সুস্থতার সংখ্যা ১৭ কোটি ছাড়াল

গত একদিনে সারা বিশ্বে করোনা থেকে সেরে উঠেছেন ৩ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন।

আন্তর্জাতিক ডেস্ক

গত একদিনে সারা বিশ্বে করোনা থেকে সেরে উঠেছেন ৩ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন। এনিয়ে করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ১৭ কোটি ৭৭ হাজার ৮৩০ জনে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী,  করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে সারা বিশ্বে আরো ৮ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪ লাখ ৫৪ হাজার ২৪৪ জন।

নতুন এসব মৃত্যু ও সংক্রমণের ফলে সারা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৫৭৯ জনে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ১৭ হাজার ২০৮ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে গতে একদিনে মৃত্যুতে সবার উপরে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ সময়ে মোট মারা গেছেন ১৫৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২৮ হাজার ৬১১ জনে।

গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪৪ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জনে। সাম্প্রতিককালে করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮১৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৫৭ জনে।

করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইন্দোনেশিয়া। গত একদিনে দেশ তিনটিতে যথাক্রমে ৪৫৬, ৫৫৯ এবং ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/166208/করোনায়-সুস্থতার-সংখ্যা-১৭-কোটি-ছাড়াল