জঙ্গি আস্তানা সন্দেহে বন্দরের আরেকটি বাড়ি ঘেরাও

জঙ্গি আস্তানা সন্দেহে বন্দরের আরেকটি বাড়ি ঘেরাও

জঙ্গি আস্তানা সন্দেহে বন্দরের আরেকটি বাড়ি ঘেরাও

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকায় বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান পরিচালনার পাশাপাশি বন্দর উপজেলার বন্দর উপজেলার মদনপুরের কেওডালা এলাকায় আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

রোববার দিনগত রাত সোয়া ১২টায়  পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‌আড়াইহাজারের নোয়াগাঁওয়ের অভিযান শেষ করে বন্দরের ওই বাড়িতে অভিযান চালানো হবে।

এদিকে আড়াইহাজারের নোয়াগাঁওয়ের বাড়িতে সিটিটিসি টিমের সদস্যরা ঢোকার পর পরই বাড়ির ভেতর থেকে তিনটি বিকট শব্দ ভেসে আসে।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি'র ডিআইজি আসাদুজ্জামান জানান, জঙ্গি আস্তানা থেকে উদ্ধারের পর আমরা তিনটি শক্তিশালী আইডি নিস্ক্রিয় করেছি। অভিযান চলিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ওই বাসাতেই থাকতেন। মামুন জঙ্গী গ্রুপের সাথে সাথে জড়িত। সে জঙ্গি গোষ্ঠীর সামরিক গ্রুপের সদস্য। এদের এমন সামরিক সদস্যের সংখ্যা খুবই লিমিটেড হয়। তারা সাধারণত কোন হামলা সংগঠিত করতে তার পরিকল্পনা করে থাকে।.

বাংলাদেশ জার্নাল-ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166745/জঙ্গি-আস্তানা-সন্দেহে-বন্দরের-আরেকটি-বাড়ি-ঘেরাও