গোপালগঞ্জে ট্রা‌ক চাপায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জে ট্রা‌ক চাপায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জে ট্রা‌ক চাপায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে টহল দেয়ার সময় ট্রা‌ক চাপায় সোহানুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে টহল দেয়ার সময় ট্রা‌ক চাপায় সোহানুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে নাজমুল হোসেন নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব মণ্ডল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হতাহতরা কা‌শিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য।

এসআই সজীব মণ্ডল বলেন, ভাটিয়াপাড়া হাইওয়ে পু‌লিশ ক্যাম্পের দুই পুলিশ সদস্য সোহানুর ও নাজমুল মোটরসাইকেলে করে টহল দিচ্ছেলেন।

এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটি ঘোনাপাড়া এলাকায় আসলে দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

সেখানে কর্তব্যরত ডাক্তার সোহানুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নাজমুল গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । 

 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166482/গোপালগঞ্জে-ট্রা‌ক-চাপায়-পুলিশ-সদস্য-নিহত