ক্যাপিটেক পদ্মা ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ক্যাপিটেক পদ্মা ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ক্যাপিটেক পদ্মা ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

জার্নাল ডেস্ক

বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পদ্মা প্রভিডেন্ট ফান্ড শরীয়াহ ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাব বছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (Earning Per Unit-IPU) হয়েছে ৭২ পয়সা।

গত ৩০ জুন এই লভ্যাংশের রেকর্ড তারিখ ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই ওই লভ্যাংশ পাবেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/share-bazar/168527/ক্যাপিটেক-পদ্মা-ইউনিট-ফান্ডের-লভ্যাংশ-ঘোষণা