মহাসড়কে ঈদ করতে হচ্ছে ঘরমুখো মানুষকে

মহাসড়কে ঈদ করতে হচ্ছে ঘরমুখো মানুষকে

মহাসড়কে ঈদ করতে হচ্ছে ঘরমুখো মানুষকে

আজ পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছে প‌রিবা‌রের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন কর‌তে। অতিরিক্ত যানবাহনের চাপে ঘরমুখো মানুষ এখনও যানজ‌টে প‌ড়ে মহাসড়‌কেই র‌য়ে‌ছে। ফ‌লে শত শত মানুষকে ঈদ কর‌তে হ‌বে মহাসড়‌কেই।

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি

আজ পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছে প‌রিবা‌রের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন কর‌তে। অতিরিক্ত যানবাহনের চাপে ঘরমুখো মানুষ এখনও যানজ‌টে প‌ড়ে মহাসড়‌কেই র‌য়ে‌ছে। ফ‌লে শত শত মানুষকে ঈদ কর‌তে হ‌বে মহাসড়‌কেই।

বুধবার সকা‌ল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বঙ্গবন্ধু সেতু থেকে কা‌লিহাতীর পুং‌লি পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে যানজট র‌য়ে‌ছে।

এর আ‌গে মঙ্গলবার ভোররাত থে‌কে শুরু হওয়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট লে‌গেই ছিল। ওই‌ দিন রাত ২টা পর্যন্ত ৩০ কি‌লো‌মিটার এলাকায় যানজট ছিল। ফ‌লে বুধবার সকাল পর্যন্ত র‌য়ে‌ছে যানজট।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে।

‌সিরাজগঞ্জের বা‌সিন্দা সুরুজ্জামান ও রংপু‌রের আবদুল মোতা‌লেব জানান, মঙ্গলবার দুপুর বা‌ড়ি উদ্দেশ্য রওনা হ‌য়ে‌ছিলাম। বুধবার সকাল হ‌লেও এখনও এলেঙ্গা পার হ‌তে পা‌রি‌নি। মহাসড়‌কেই ঈদ কর‌তে হ‌বে আটকে পড়া শত শত মানু‌ষের।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167842/মহাসড়কে-ঈদ-করতে-হচ্ছে-ঘরমুখো-মানুষকে