চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ১১ মৃত্যু, শনাক্ত ৮০১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ১১ মৃত্যু, শনাক্ত ৮০১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ১১ মৃত্যু, শনাক্ত ৮০১

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৮ দশমিক ৫৪ শতাংশ...

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৮ দশমিক ৫৪ শতাংশ।   রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, দুই হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৬৯ জন ও বিভিন্ন উপজেলার ৩৩২ জন রয়েছেন।

করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার তিনজন, সাতকানিয়ার তিনজন, বাঁশখালীর ২০ জন, আনোয়ারার ২৮ জন, চন্দনাইশের দুইজন, পটিয়ার ৩৬ জন, বোয়ালখালীর ৩৭ জন, রাঙ্গুনিয়ার ৩৮ জন, রাউজানের ৪০ জন, ফটিকছড়ির পাঁচজন, হাটহাজারীর ৬৬ জন, সীতাকুণ্ডের ১৯ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের ২৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৩৬৩ জন। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৬ হাজার ৯০৯ জন। আর বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৪৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজন নগরের বাসিন্দা, আর বাকি সাতজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪৩ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৪২ জন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168147/চট্টগ্রামে-২৪-ঘণ্টায়-করোনায়-১১-মৃত্যু-শনাক্ত-৮০১