ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে হয় অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু ওয়েডের। দলীয় ১২ রানেই প্যাভিলিয়নে ফিরে যায় ম্যাথু। তবে অজি অধিনায়কের ব্যাটিং নৈপুণ্যে শুরুর চাপটা সামলে উঠে অস্ট্রেলিয়া। দলীয় ১২৬ রানে সাজঘরে ফিরে যায় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

খেলাধুলা

স্পোর্টস প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচের টস ভাগ্য ছিলো অস্ট্রেলিয়ার পক্ষে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর করে অস্ট্রেলিয়া। এখন ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে ১৯০ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে হয় অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু ওয়েডের। দলীয় ১২ রানেই প্যাভিলিয়নে ফিরে যায় ম্যাথু। তবে অজি অধিনায়কের ব্যাটিং নৈপুণ্যে শুরুর চাপটা সামলে উঠে অস্ট্রেলিয়া। দলীয় ১২৬ রানে সাজঘরে ফিরে যায় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আউট হওয়ার আগেই ব্যাটসম্যান করেন ৩৭ বলে ৫৩ রান। মিচেল মার্শ ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেনি। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৫ রান। শেষের দিকে ড্যান ক্রিশ্চিয়ান ও মিচেল স্টার্কের ব্যাটিংয়ে ভর করে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১৮৯/৬ (২০ ওভার)

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মোইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ড্যান ক্রিশ্চিয়ান, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, রিলে মেরেডিথ, জেসন বেহরেনডর্ফ

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ফ্যাবিয়ান অ্যালেন, হেডেন ওয়ালশ জুনিয়র, আকেল হোসিন,  শেলডন কটরেল, ওশেন থমাস।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/167155/ওয়েস্ট-ইন্ডিজকে-চ্যালেঞ্জিং-লক্ষ্য-দিল-অস্ট্রেলিয়া