সায়মন ড্রিংয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শিক্ষামন্ত্রী

সায়মন ড্রিংয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শিক্ষামন্ত্রী

সায়মন ড্রিংয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শিক্ষামন্ত্রী

শোকবার্তায় শিক্ষামন্ত্রী জানান, সায়মন ড্রিং মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টি এবং স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে সায়মন ড্রিংয়ের অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

মঙ্গলবার রাতে শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে এক শোকবার্তায় দীপু মনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী জানান, সায়মন ড্রিং মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টি এবং স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে সায়মন ড্রিংয়ের অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং (৭৬) গত শুক্রবার রুমানিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছু‌দিন ধ‌রে তি‌নি রুমা‌নিয়ায় বসবাস কর‌ছি‌লেন।

বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/167831/সায়মন-ড্রিংয়ের-অবদান-চিরস্মরণীয়-হয়ে-থাকবে-শিক্ষামন্ত্রী