ফ্রিজে মাংস রাখা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ফ্রিজে মাংস রাখা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ফ্রিজে মাংস রাখা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ফ্রিজে কোরবানির মাংস রাখা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানদার ছোট ভাইয়ের হাতে থাকা কাঠের আঘাতে নইমুদ্দিন (৫৫) নামে এক বড় ভাই নিহত হয়েছেন।

বাংলাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ফ্রিজে কোরবানির মাংস রাখা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানদার ছোট ভাইয়ের হাতে থাকা কাঠের আঘাতে নইমুদ্দিন (৫৫) নামে এক বড় ভাই নিহত হয়েছেন।

বুধবার রাত ৭টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের টাপুর চর গ্রামে এ ঘটনা ঘটে। 

পরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা খাতুন রৌমারী থানায় চাচাসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযান চালিয়ে আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ।  

পুলিশ জানায়, টাপুর চর গ্রামে আব্দুল জলিল (৩৮) এর দোকানের ফ্রিজে কোরবানির মাংস রাখতে যায় তার বড় ভাই খলিল। এসময় আব্দুল জলিল মাংস রাখতে রাজি না হওয়ায় খলিলের সাথে কথা কাটাকাটি শুরু হয়। 

এরই এক পর্যায়ে বড় ভাই নইমুদ্দিন এসে মাংস রাখতে না দেয়ায় আব্দুল জলিলকে গালাগালি করে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানে রাখা কাঠ দিয়ে নইমদ্দিনকে উপর্যপুরি আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, নিহত নইমুদ্দিন ঘাতক আব্দুল জলিলের সৎভাই। তার সাথে পুর্ব থেকেই জমাজমি নিয়ে দ্বন্দ চলে আসছিল।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মেয়ে তার বাবা হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। প্রধান আসামী ঘাতক আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167889/ফ্রিজে-মাংস-রাখা-নিয়ে-ভাইয়ের-হাতে-ভাই-খুন