ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

গোপালগঞ্জে রোগী দেখতে দেরি হওয়ায় দুই ইন্টার্ন চিকিৎসকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ...

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে রোগী দেখতে দেরি হওয়ায় দুই ইন্টার্ন চিকিৎসকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

শুক্রবার (৯ জুলাই) রাতে ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের শেখ হাসিনা চত্ত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা: হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দুই চিকিৎসক হলেন, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের ইন্টার্ন চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর (২৬) ও তার সহকর্মী মো: আলমগীর হোসাইন (২৬)।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা: হুমায়ূন কবীর জানান, গত ৭ জুলাই সদর উপজেলার বাজুনিয়া গ্রামের একটি মারামারি ঘটনায় আমিনুল ইসলাম বুলবুল হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার দুপুরে ওই রোগীর স্বজনরা তাকে দেখার জন্য চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডাকেন। কিন্তু আসতে দেরি হওয়ায় তার সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা হয়।

এর জের ধরে রাতে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর তার সহকর্মী অপর চিকিৎসক মো: আলমগীর হোসাইনকে সাথে নিয়ে রাতের খাবার খেতে হাসপাতালের শেখ হাসিনা চত্ত্বর এলাকায় আসলে আমিনুল ও তার লোকজন তাদের উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। এ সময় তাদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের পরিবেশ এখন শান্ত। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166461/ইন্টার্ন-চিকিৎসকের-উপর-হামলা-অনির্দিষ্টকালের-কর্মবিরতির-ডাক