সতিকসাসের দুই দিনব্যাপী সাংবাদিকতার কর্মশালা
সতিকসাসের দুই দিনব্যাপী সাংবাদিকতার কর্মশালা
মৌলিক সাংবাদিকতা ও শুদ্ধ উপস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী ভার্চুয়াল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষ করলো সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি..
ক্যাম্পাস
তিতুমীর কলেজ প্রতিনিধিসময়ের চ্যালেঞ্জিং ও সম্মানজনক পেশাগুলোর মধ্যে সাংবাদিকতা অন্যতম। তাই বর্তমান তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হচ্ছে সাংবাদিকতায়। এরই ধারাবাহিকতায় মৌলিক সাংবাদিকতা ও শুদ্ধ উপস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী ভার্চুয়াল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষ করলো সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।
শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ কর্মশালায় কলেজটির প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের খ্যাতিমান সাংবাদিকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির।
কর্মশালায় প্রথম দিনে প্রশিক্ষণ দেন সময়ের আলোর নির্বাহী সম্পাদক ও ডয়েচে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানী অনুষ্ঠান তালাশের সাবেক উপস্থাপক মুনজুরুল করিম, দৈনিক দৈনিক কালের কণ্ঠের সাবেক ক্রীড়া সাংবাদিক ও ‘নট আউট নোমান’-এর প্রতিষ্ঠাতা নোমান মোহাম্মদ। কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, সময় টিভির সাবেক বার্তা প্রধান, লেখক ও সাংবাদিক তুষার আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপার্সন তওহিদা জাহান, চ্যানেল আই ও রেডিও ভূমির সিনিয়র নিউজ প্রেজেন্টার হৃদিতা রেজা।
প্রশিক্ষণ কর্মশালায় ই-জার্নালিজমের ওপর ক্লাস নেন সময়ের আলোর নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ স্বপন। তিনি বলেন, এখন সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার যুগ চলছে। ই-সাংবাদিকতার কনসেপ্টটাই দারুণ। এটা নিয়ে এগোতে হবে তরুণদের।
এ ছাড়াও ভার্চুয়াল এ কর্মশালায় উপস্থিত ছিলেন- তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা, তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এস এম কামাল উদ্দিন হায়দার, এশিয়ান টেলিভিশনের হেড অব প্রডিউসার রফিকুল ইসলাম রলি ও যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েলসহ তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা।
দুই দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা সম্পর্কে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির বলেন, করোনার কারণে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি নিতে হয়েছে। ভার্চুয়াল হলেও আমরা প্রশিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা আশা করছি কর্মশালায় প্রশিক্ষণর্থীদের থেকে ভালো কিছু কাজ পাবো এবং ক্যাম্পাসে আরো সাংবাদিক তৈরিতে এ কর্মশালা কাজে আসবে। সৃজনশীল কাজে সব সময় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সব সময় ছিল এবং থাকবে।
প্রসঙ্গত, ক্যাম্পাসে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজের অঙ্গনে বা চারপাশে ঘটে যাওয়া ঘটনা জাতির সম্মুখে তুলে ধরেন ক্যাম্পাস সাংবাদিকরা। নানাবিধ কার্যক্রমের রিপোর্ট তৈরি করা, অনুসন্ধানী প্রতিবেদন, সাক্ষাৎকার, ফিচার লেখা, প্রশিক্ষণ কর্মশালা কিংবা সাংগঠনিক কার্যক্রমসহ নানাবিধ ব্যস্ততায় মুখরিত সময় কাটান ক্যাম্পাসে দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা।
বাংলাদেশ জার্নাল/এসএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/campus/166604/সতিকসাসের-দুই-দিনব্যাপী-সাংবাদিকতার-কর্মশালা