লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরত পাবেন জনগণ

লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরত পাবেন জনগণ

লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরত পাবেন জনগণ

মহামারি করোনভাইরাস ঠেকাতে গতবছরের কঠোর লকডাউনটি অসাংবিধানিক ছিল বলে রায় দিয়েছে স্পেনের উচ্চ আদালত।

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনভাইরাস ঠেকাতে গতবছরের কঠোর লকডাউনটি অসাংবিধানিক ছিল বলে রায় দিয়েছে স্পেনের উচ্চ আদালত।

নতুন এই রায়ের ফলে যারা লকডাউন বিধি ভঙ্গের দায়ে জরিমানা দিয়েছেন তারা তা ফেরত পাবেন।

বুধবার আন্তর্জাতিক সংবাধমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আদালত জানিয়েছে, জরিমানা ফেরত দেবার পর জনসাধারণ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের বিরুদ্ধে এ বিষয়ে পাল্টা মামলা করতে পারবে না।

গতবছরের ১৪ মার্চ, করোনার বিস্তার ঠেকাতে দেশটির সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে কঠোর লকডাউন আরোপ করেছিল।

২০২০ সালের সেসময় স্পেনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এতো বেড়ে যায় যে হাসপাতালগুলো রোগীতে ভরে যায়। এ পর্যন্ত দেশটিতে ৮১ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছে।

 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/167145/লকডাউন-বিধি-ভঙ্গের-জরিমানার-অর্থ-ফেরত-পাবেন-জনগণ