৫৩ বছর পর ইতালির ইউরো জয়

৫৩ বছর পর ইতালির ইউরো জয়

৫৩ বছর পর ইতালির ইউরো জয়

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের আগে ইতালির জায়গা ছিল না ফেবারিট তালিকায়। ফুটবল বিশ্লেষকদের সব হিসেব উল্টে দিয়ে ইউরো ২০২০ এর চ্যাম্পিয়ন হলো ইতালি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেবকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে  ইউরো কাপের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের মাত্র ২ মিনি গোল করে ইউরোর রেকর্ডবুকে নাম লেখান ইংলিশ ডিফেন্ডার লিউক শ। ৬৭ম মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। অতিরিক্ত সময়েও ফল না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে। 

আজ্জুরি শিবিরের হয়ে পেনাল্টি মিস করেন আন্দ্রেয়া বেলোত্তি ও জর্গিনহো। কিন্তু ইংলিশদের হয়ে পেনাল্টি শ্যূটআউটে ব্যর্থ হন মার্কাশ রাশফোর্ড, জ্যাডন সানচো ও বুকায়ো সাকা।  

এর মধ্য দিয়ে ৫৩ বছর পর দ্বিতীয়বারের মতো ইউরোর শিরোপা নিজেদের করে নিল ইতালি।

বাংলাদেশ জার্নাল-ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/166749/৫৩-বছর-পর-ইতালির-ইউরো-জয়