করোনা নিয়ন্ত্রণে থাইল্যান্ডে কারফিউ জারি

করোনা নিয়ন্ত্রণে থাইল্যান্ডে কারফিউ জারি

করোনা নিয়ন্ত্রণে থাইল্যান্ডে কারফিউ জারি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আগামী সোমবার থেকে কারফিউ কার্যকর হবে...

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আগামী সোমবার থেকে কারফিউ কার্যকর হবে।

শুক্রবার দেশটির সরকারি কোভিড টাস্কফোর্সের মুখপাত্র আপিসামাই শ্রীরঙ্গসান বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

শ্রীরঙ্গসান বলেন, দেশের ১০টি প্রদেশের সব এলাকার বাসিন্দাদের রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, নিত্যপ্রয়োজনী পণ্যের দোকান, ওষুধের দোকান, ব্যাংক ও ইলেকট্রিক স্টোর ছাড়া দেশের সব শপিংমল, বিউটি পার্লার, স্পা-সেলুন-ম্যাসাজ সেন্টার বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে কারফিউ চালু হবে। 

শ্রীরঙ্গসান বলেন, থাইল্যান্ডের মানুষ, যাদের সর্বোচ্চ বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হবে, তাদের এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/166469/করোনা-নিয়ন্ত্রণে-থাইল্যান্ডে-কারফিউ-জারি