ভুল রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন

ভুল রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন

ভুল রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন

ভুল মানুষের দেহে কিডনি প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিওর একটি হাসপাতালে।

আন্তর্জাতিক ডেস্ক

ভুল মানুষের দেহে কিডনি প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিওর একটি হাসপাতালে।

এ ঘটনার পর ওই হাসপাতালটি ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।

খবরে বলা হয়েছে, ঘটনাটি কীভাবে হলো তা নিয়ে তদন্ত চালু করা হয়েছে। ভুল করে যার দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে তিনি সুস্থ আছেন।

তবে আসল রোগির সার্জারি পিছিয়ে দেয়া হয়েছে। এখন তার জন্য কিডনি খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষই।

আবারও যাতে এ ধরণের ভুল না হয় সে আশ্বাসও দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে। গত ২ জুলাই এই অপারেশনটি হয়েছিল।

হাসপাতালটির দেয়া বিবৃতিতে বলা হয়, আমরা এই রোগি ও তার পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমরা বুঝতে পারছি যে তারা আমাদের ওপর আস্থা রেখেছিল।

কিন্তু যা ঘটেছে তা আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ওই হাসপাতালটি এ বছর ৯৫ টি কিডনি প্রতিস্থাপন করেছে। ২০২০ সালে করেছিল ১৯৪ টি।

 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/167151/ভুল-রোগীর-দেহে-কিডনি-প্রতিস্থাপন