কুষ্টিয়ায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩ শতাংশ

কুষ্টিয়ায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩ শতাংশ

কুষ্টিয়ায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩ শতাংশ

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে হাসপাতালে ১৩৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৭৪ জন উপসর্গ নিয়ে মোট ২১০ জন ভর্তি রয়েছে।

এদিকে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের ৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত ৯ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছে। 

করোনায় আক্রান্ত চিকিৎসকরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রুগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল বলেও জানান তিনি।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৬ জনের নমুনা পরিক্ষা করে ২২৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।

এদিকে, ১৪ দিনের লকডাউনের ৪র্থ দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কোন বাধায় মানতে চাচ্ছে না যেকোন অজুহাতে শহরে প্রবেশ করছে। 

সোমবার প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাচা বাজারগুলো সকাল ৭টা থেকে খোলা রয়েছে চলবে দুপুর ১টা পর্যন্ত।

রোববার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৮০ জনের কাছ থেকে ৬৭ হাজার ৯শ টাকা জরিমানা আদায় এবং একজনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168289/কুষ্টিয়ায়-একদিনে-১২-জনের-মৃত্যু-শনাক্ত-৩৩-শতাংশ