সিলেটে সাঁতার কাটতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

সিলেটে সাঁতার কাটতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

সিলেটে সাঁতার কাটতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব রাত সাড়ে ৮টায় বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছে। তবে এখনো নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ মেলেনি। আপাতত আলোকস্বল্পতায় উদ্ধার তৎপরতা বন্ধ আছে। আগামীকাল সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হবে।

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্ট এলাকায় ঘুরতে এসে সাঁতার কাটতে নেমে ইমরান (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। সে টাঙ্গাইল জেলার সেফুলমালির চালা ফজরগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্র এবং দাখিল পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা আনুমানিক আড়াইটার দিকে জাফলং পিয়াইন নদীর জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নেমে সে নিখোঁজ হয়। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জোড়দিঘি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

সহপাঠীদের বরাত দিয়ে এ বিষয়টি জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সার্কেল) যিশু তালুকদার।

এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব রাত সাড়ে ৮টায় বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছে। তবে এখনো নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ মেলেনি। আপাতত আলোকস্বল্পতায় উদ্ধার তৎপরতা বন্ধ আছে। আগামীকাল সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হবে।

তিনি বলেন, ‘তারা কয়েকজন মিলে জাফলংয়ে ঘুরতে এসেছিলেন। গোসল করতে নেমে একজন পানিতে তলিয়ে যায়।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167933/সিলেটে-সাঁতার-কাটতে-নেমে-মাদ্রাসাছাত্র-নিখোঁজ