ডেল্টার দাপট বেড়েছে যুক্তরাষ্ট্রেও

ডেল্টার দাপট বেড়েছে যুক্তরাষ্ট্রেও

ডেল্টার দাপট বেড়েছে যুক্তরাষ্ট্রেও

জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্র এবারে স্বাধীনতা দিবসকে ‘করোনাকে হারানোর’ উৎসব হিসেবে উদযাপন করে। এসময় জনগণের উদ্দেশ্যে মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, করোনার বিরুদ্ধে আমাদের লড়াই প্রায় শেষ। তবে সতর্ক থাকতে হবে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। বাইডেনের সেই কথাই সত্য করে দেশটিতে বেড়ে গেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। আবারও  উর্ধ্বমুখী হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে গত সাতদিনে গড় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৯, যা বিগত দুই সপ্তাহের তুলনায় ২৬ শতাংশ বেশি।আক্রান্তদের ৫২ শতাংশের শরীরে ডেল্টা ভ্যারিয়ান্ট পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন,গত ৪ জুলাই  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রচুর জনসমাগমকেই এই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৭ শতাংশকে মানুষকে টিকা দেয়া হয়েছে। বিশ্বে সর্বাধিক  সংখ্যক করোনা ভ্যাকসিন মজুত রয়েছে আমেরিকাতেই।গত এপ্রিল থেকে টিকা দেওয়ার কার্যক্রম কমিয়ে আনা হয়ে। দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলেই  টিকাকরণের হার তুলনামূলকভাবে কম। ওই সব অঞ্চলে করোনা সংক্রমণও বেশি হয়েছে।  আলাস্কা এবং দক্ষিণ ক্যারোলিনাতে গত দুই সপ্তাহে দ্বিগুণের চেয়ে বেশি সংক্রমণ বেড়েছে , আরকানসাসে  সংক্রমণ  বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। মিসৌরিতে ১৪ দিনে ২০ শতাংশ সংক্রমণ বেড়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল-ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/166337/ডেল্টার-দাপট-বেড়েছে-যুক্তরাষ্ট্রেও