বিশ্ব রেকর্ডের কথা মাথায় ছিলো না তাসকিনের
বিশ্ব রেকর্ডের কথা মাথায় ছিলো না তাসকিনের
স্পোর্টস ডেস্কজিম্বাবুয়ের বিপক্ষে আর মাত্র ৫ রান করলেই মাহমুদউল্লাহ ও তাসকিন জুটি গড়তে পারতো বিশ্ব রেকর্ড। নবম উইকেটে এই দুই জন করেন ১৯১ রান। যা বাংলাদেশের সর্বোচ্চ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ১৯৫। দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও প্যাট সিমকক্স পাকিস্তানের বিপক্ষে এ রান করেছিলেন ১৯৯৮ সালে।
মাত্র ৫ রানের জন্য মাহমুদউল্লাহ ও তাসকিনের নাম শীর্ষে ওঠেনি। কিন্তু খেলার সময় তাসকিনের বিশ্ব রেকর্ডের কথা মাথায় ছিল না। এ নিয়ে ফাস্ট বোলার তাসকিন আহমেদ দ্বিতীয় দিনের খেলা শেষে বলেন, ‘আর কিছু রান হলে বিশ্বরেকর্ড হতো এসব মাথায় ছিল না। তবে ১৫০ রান হওয়ার পর ভালো লাগছিল। মনে হচ্ছিল, ওয়াও।
মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে তাসকিন আরো বলেন, রিয়া দভাই কয়েকটা টেস্টে দলে ছিলেন না। তিনি এসেই দারুণ একটা ইনিংস খেললেন। আমার খুব ভালো লাগছিল যে আমি তাকে সাপোর্ট করতে পেরেছি। এখন বোলিংয়ে দলগতভাবে ভালো কিছু করতে পারলে অবশ্যই ফলটা ভালো হবে।’
বাংলাদেশ জার্নাল/আইএইচ
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/166331/বিশ্ব-রেকর্ডের-কথা-মাথায়-ছিলো-না-তাসকিনের