রাজশাহী মেডিকেলে একদিনে আরো ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেলে একদিনে আরো ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেলে একদিনে আরো ১৮ মৃত্যু

গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে আরো ১০ জনসহ মোট ১৮ জন মারা গেছেন।

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি

গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে আরো ১০ জনসহ মোট ১৮ জন মারা গেছেন। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত একদিনে যে ১৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন। 

গত এক দিনে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166210/রাজশাহী-মেডিকেলে-একদিনে-আরো-১৮-মৃত্যু