যুক্তরাষ্ট্রে দাবদাহের সতর্কতা

যুক্তরাষ্ট্রে দাবদাহের সতর্কতা

যুক্তরাষ্ট্রে দাবদাহের সতর্কতা

তীব্র তাপ প্রবাহে ভুগছেন যুক্তরাষ্ট্রের তিন কোটিরও বেশি মানুষ। দেশটির চলমান এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে গত কয়েক দিনে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র তাপ প্রবাহে ভুগছেন যুক্তরাষ্ট্রের তিন কোটিরও বেশি মানুষ। দেশটির চলমান এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে গত কয়েক দিনে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পশ্চিমাঞ্চলজুড়ে পারদ চড়তে থাকার মধ্যে আগুন দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

অঞ্চলটিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দাবদাহের ঘটনায় এই সতর্কতা জারি করা হয়েছে। দাবদাহে তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লাস ভেগাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১৭ ডিগ্রি ফারেনহাইট (৪৭ ডিগ্রি সেলসিয়াস)।

দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ওসব অঞ্চলের মানুষকে ‘তাপ ঝুঁকি' বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

বলা হয়েছে দীর্ঘমেয়াদি উত্তাপ এবং এর স্বাস্থ্যগত ঝুঁকিগুলো থেকে তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রার কিছুটা কমতে পারে। লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো এলাকার মানুষ তাপের তীব্রতা খুব একটা ভোগ করবেন না।

কারণ, সমুদ্রের উপকূলীয় বাতাস তাদের কিছুটা হলেও স্বসি্ত দেবে। ১৯১৩ সালের জুলাইয়ে ফার্নেস ক্রিকে ৫৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি পৃথিবীতে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করা হয়। এর প্রায় ৩০০ মাইল দূরে ক্যালিফোর্নিয়ার নেভাদা সীমান্ত বছরের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে। দুটি বজ্রপাতে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৪৫ মাইল এলাকা।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/166750/যুক্তরাষ্ট্রে-দাবদাহের-সতর্কতা