ট্রেনের টিকেট বিক্রি শুরু

ট্রেনের টিকেট বিক্রি শুরু

ট্রেনের টিকেট বিক্রি শুরু

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন শিথিল হওয়ায় বুধবার সকাল থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের টিকেট বুধবার সকাল থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা যাবে।

এর আগে মঙ্গলবার থেকে টিকেট বিক্রির কথা জানিয়েছিল রেলওয়ে। মঙ্গলবার আগের সিদ্ধান্ত বদলে বুধবার থেকে বিক্রি শুরুর কথা জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167032/ট্রেনের-টিকেট-বিক্রি-শুরু