রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।
 
বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে দুজন করে, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে ব্যক্তি রয়েছেন।
 
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।
 
এর আগেরদিন রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গে ২০ জনের মৃত্যু হয়। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩৭১ জন। গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।
 
বাংলাদেশ জার্নাল/ওএফ
© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167847/রাজশাহী-মেডিকেলে-২৪-ঘণ্টায়-১৮-জনের-মৃত্যু