জমিয়তে উলামায়ে ইসলামের জোট ছাড়ায় নজরুলের বিস্ময়

জমিয়তে উলামায়ে ইসলামের জোট ছাড়ায় নজরুলের বিস্ময়

জমিয়তে উলামায়ে ইসলামের জোট ছাড়ায় নজরুলের বিস্ময়

জমিয়তে উলামায়ে ইসলামের ২০ দলীয় জোট ছাড়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলামের ২০ দলীয় জোট ছাড়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, আমার কাছে বিস্ময় লেগেছে। কারণ আজকেই তারা উনার (স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে দেখা করলেন। দেখা করার পর এই ঘটনা! 

এর আগে বুধবার বিকেল রাজধানীর পুরানা পল্টনে জরুরি এক সংবাদ সম্মেলন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এর প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বাংলাদেশ জার্নালকে বলেন, এতো দিন তো তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) কিছু বলে নাই। 

২০ দলীয় জোটের এই সমন্বয়ক বলেন, স্বাভাবিকভাবেই তারা আমাদের বন্ধুপ্রতিম সংগঠন। দীর্ঘদিন ধরে এক সাথে জোটে কাজ করছি। আর আমরা জানিও তারা অনেক সমস্যায় আছে। তাদের অনেক নেতা কর্মীরা কারাগারে। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আর তারা হয়রানি না হলে আমরা খুশি হব।

 

বাংলাদেশ জার্নাল/কেএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167138/জমিয়তে-উলামায়ে-ইসলামের-জোট-ছাড়ায়-নজরুলের-বিস্ময়