কিশোরগঞ্জে একদিনে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  

⁠সোমবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ⁠ তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।  ⁠ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে ৬ হাজার ২৭৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। 

বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ১৪০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168410/কিশোরগঞ্জে-একদিনে-৩-জনের-মৃত্যু