থানা থেকে হাসপাতালে নেয়া হলো সাংবাদিক তানুকে
থানা থেকে হাসপাতালে নেয়া হলো সাংবাদিক তানুকে
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে থানা থেকে হাসপাতালে নেয়া হয়েছে।
বাংলাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে থানা থেকে হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার দিনগত রাত ১টার দিকে তানুর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে পাঠান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। এর আগে, রাত ৮টার দিকে তানুকে গ্রেপ্তার করা হয়।
তানুর পরিবারের সদস্যরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি এ রোগ থেকে সুস্থ হন তানু। তবে এখনো তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, সাংবাদিক তানু হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা বিষয়টি আমাকে জানালে আমি তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিই।
তানু দৈনিক ইত্তেফাক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি। এছাড়াও তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166610/থানা-থেকে-হাসপাতালে-নেয়া-হলো-সাংবাদিক-তানুকে