পদ্মা সেতুর মালামাল নিয়ে জাহাজ ডুবি

পদ্মা সেতুর মালামাল নিয়ে জাহাজ ডুবি

পদ্মা সেতুর মালামাল নিয়ে জাহাজ ডুবি

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

পদ্মা সেতুর মালামাল নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে আসার পথে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।

জানা যায়, জাহাজে পদ্মা সেতুর কাজের জন্য এক হাজার ২০০ মেট্রিক টন ওজনের প্রায় ১৮ কোটি টাকার মালামাল ছিলো। ইতিমধ্যে মালামাল উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) মো. আব্দুল কাদের জানিয়েছেন, ডুবে যাওয়া ওই জাহাজ থেকে সব মালামাল উদ্ধার করা সম্ভব হবে। উদ্ধারের জন্য ইতোমধ্যে জাহাজ ও ক্রেন পাঠানো হয়েছে। মালামাল ও ডুবে যাওয়া জাহাজের নিরাপত্তার জন্য নৌ-পুলিশ ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে।

তিনি আরো বলেন, ডুবে যাওয়া মালামালের মধ্যে আছে রেলওয়ের পাশ দিয়ে যাওয়া ওয়াকওয়ে তৈরির টানেল ও অ্যাঙ্গেল। এসব মালামালের ফিনিশিং কাজও হয়ে গিয়েছিল। প্রায় দেড় লাখ টাকা টন হিসাবে এক হাজার ২০০ টন সামগ্রীর দাম পড়ে প্রায় ১৮ কোটি টাকা।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167035/পদ্মা-সেতুর-মালামাল-নিয়ে-জাহাজ-ডুবি