ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাথমিক শিক্ষিকার মৃত্যু

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাথমিক শিক্ষিকার মৃত্যু

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাথমিক শিক্ষিকার মৃত্যু

প্রাথমিকের শিক্ষিকা ব্যাটারি চালিত একটি ভ্যানে করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি জাহাপুর যাচ্ছিলেন। চরফতেহপুর এলাকা অতিক্রমকালে চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে যাওয়ায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন।

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরফতেহপুর এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে তাসমিন আক্তার শিখা (৩৮) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত তাসনিম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে চর উত্তর ভূতেরদিয়া এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের ব্রাহ্মণদিয়া প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক ছিলেন।

মঙ্গলবার বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্কুল শিক্ষিকা ব্যাটারি চালিত একটি ভ্যানে করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি জাহাপুর যাচ্ছিলেন। চরফতেহপুর এলাকা অতিক্রমকালে চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে যাওয়ায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167837/ভ্যানের-চাকায়-ওড়না-পেঁচিয়ে-প্রাথমিক-শিক্ষিকার-মৃত্যু