গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে ঘুষিতে কিশোরের মৃত্যু

গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে ঘুষিতে কিশোরের মৃত্যু

গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে ঘুষিতে কিশোরের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) সিহাব মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্র(বালক) গাজীপুরে এই ঘটনা ঘটে...

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারির সময় ঘুষিতে সিহাব মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্র(বালক) গাজীপুরে এই ঘটনা ঘটে।

মৃত সিহাব মিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। তিনি চলতি বছর পাঁচ মে থেকে ব্রাম্মনবাড়িয়া জেলার একটি চুরির মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিচতলার সেফ হোমে ছিল।

শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মোঃ হেলাল উদ্দিন জানান, শনিবার মাগরিবের নামাজের পর নিচ তলার সেফ হোমে মারামারি হচ্ছে শুনে ভেতরের নিবাসীরা দৌড়ে ঘটনাস্থলে যায়। সেখানে কিশোর সিহাব নামের ওই নিবাসীর অজ্ঞান হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, শনিবার রাতে দুই নিবাসীর মধ্যে মারামারির সময় একজন নিবাসী সিহাবকে বুকে ঘুষি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান তিনি।

টঙ্গীর শহীদ আহসান উল্লাাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুজ্জামান বলেন, এ হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরকে মৃতাবস্থায় (ব্রডডেথ) আনা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166606/গাজীপুরে-শিশু-উন্নয়ন-কেন্দ্রে-ঘুষিতে-কিশোরের-মৃত্যু