কুষ্টিয়ায় পাঁচ মাসের শিশুর করোনা শনাক্ত
কুষ্টিয়ায় পাঁচ মাসের শিশুর করোনা শনাক্ত
কুষ্টিয়া শহরের আড়ূয়াপাড়ায় পাঁচ মাস বয়সী এক শিশুর করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদে শিশুটির র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে...
বাংলাদেশ
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়া শহরের আড়ূয়াপাড়ায় পাঁচ মাস বয়সী এক শিশুর করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদে শিশুটির র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনজামুল হক জানান, শিশুটির শরীরে সামান্য জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই।
এদিকে ওই শিশুটির দাদা-দাদি, চাচা, বাবা-মা, ভাইসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
উপজেলায় প্রতিদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। সেখানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা সেলিনা আক্তার চম্পা বলেন, রিপোর্ট পজিটিভ আসার পর শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করোনায় সংক্রমিত শিশুর চাচা হাফিজুর রহমান বলেন, বুধবার আমাদের পরিবারের সাত সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশু আয়েশারও রিপোর্ট পজিটিভ এসেছে। তার এখন কোনো উপসর্গ নেই। জ্বর ছিল, তাও চলে গেছে।
পরিবারের অন্যরাও ভালো আছেন বলে জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166464/কুষ্টিয়ায়-পাঁচ-মাসের-শিশুর-করোনা-শনাক্ত