একদিনেই রাজধানীর হাসপাতালে ৩৬ ডেঙ্গু রোগী ভর্তি

একদিনেই রাজধানীর হাসপাতালে ৩৬ ডেঙ্গু রোগী ভর্তি

একদিনেই রাজধানীর হাসপাতালে ৩৬ ডেঙ্গু রোগী ভর্তি

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার মধ্যে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার একদিনেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৬ রোগী ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে দায়িত্বরত স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মােহাম্মদ কামরুল কিবরিয়া এ তথ্য জানান।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত ৩৬ জনের মধ্যে ৫ জন সরকারি হাসপাতাল এবং বাকি ৩১ জন বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালে ভর্তি থাকা দুই জন ঢাকা শিশু হাসপাতাল এবং তিনজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন রোগী। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন দুই জন। চলতি বছর মোট ডেঙ্গু রোগী শনাক্ত হওয়া ৬০১ জনের মধ্যে কেবল জুলাই মাসের ৮ জুলাই পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৩০ জন।

বাংলাদেশ জার্নাল-ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166338/একদিনেই-রাজধানীর-হাসপাতালে-৩৬-ডেঙ্গু-রোগী-ভর্তি