ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন পূর্ব বনবিভাগে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি...

বাগেরহাট প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন পূর্ব বনবিভাগে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

শুক্রবার রাতে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালীসহ বনের বিভিন্ন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া জেলে, মৌয়ালসহ বনজীবী যারা বনের মধ্যে অবস্থান করছে তাদেরও লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। তবে ষাটগম্বুজ মসজিদে ওয়াক্ত মতো স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/155319/ষাটগম্বুজ-মসজিদে-দর্শনার্থী-প্রবেশে-নিষেধাজ্ঞা