মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর আত্মহত্যা
মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর আত্মহত্যা
রাজধানীর মুগদা এলাকায় একটি সাততলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তনিমা রহমান নেহা (২০) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা...
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকরাজধানীর মুগদা এলাকায় একটি সাততলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তনিমা রহমান নেহা (২০) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেহার বাবা এম মিজানুর রহমান জানান, গত ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন তার মেয়ে, কিন্তু অকৃতকার্য হন। এতে ভেঙে পড়েন নেহা।
তারা দক্ষিণ মুগদায় সাততলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসার সবার অগোচরে সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে নেহা নামে এক শিক্ষার্থী মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/155760/মেডিকেলে-ভর্তি-পরীক্ষায়-অনুত্তীর্ণ-শিক্ষার্থীর-আত্মহত্যা