এফবিসিসিআইয়ের নেতৃত্বে আসতে পারবে না ঋণখেলাপিরা
এফবিসিসিআইয়ের নেতৃত্বে আসতে পারবে না ঋণখেলাপিরা
ঋণখেলাপিরা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
জার্নাল ডেস্কঋণখেলাপিরা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের সংবিধির ১৫(সি) ধারা মোতাবেক এফবিসিসিআই নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। সে মোতাবেক প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য দিয়ে যাচাই করা প্রয়োজন।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআইয়ের নির্বাচনে পরিচালক পদের সব প্রার্থীর সিআইবি রিপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে।
উপসচিব সৈয়দা নাহিদা হাবিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এফবিসিসিআই নির্বাচন ২০২১-২০২৩ এ পরিচালক পদে প্রার্থীদের সিআইবি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাঠানোর লক্ষ্যে এফবিসিসিআই থেকে পাওয়া কাগজপত্র (সফট কপিসহ একটি পেনড্রাইভ) নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/155891/এফবিসিসিআইয়ের-নেতৃত্বে-আসতে-পারবে-না-ঋণখেলাপিরা