ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত
ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত
মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে করোনা চিকিৎসা অবকাঠামো আরও উন্নত করা এবং টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে।
জার্নাল ডেস্ককরোনাভাইরাসে ভারতে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার রোগী শনাক্ত হয়েছে। ২০২০ সালের ৩০ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্তের পর এটি সর্বোচ্চ। এর আগে এত সংখ্যক রোগী আক্রান্ত হয়নি।
সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী ৪ সপ্তাহে এটি ‘ভয়াবহ আকার’ ধারণ করতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশটির নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পল বলেন, দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে। প্রথম দফার তুলনায় এবার সংক্রমণের গতি আরও বেশি। দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আগামী ৪ সপ্তাহ পরিস্থিতি খুবই ভয়াবহ হতে চলেছে। সংক্রমণ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হতে হবে।
মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে করোনা চিকিৎসা অবকাঠামো আরও উন্নত করা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/155776/ভারতে-একদিনে-সর্বোচ্চ-শনাক্ত