মুন্সীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা

মুন্সীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা

মুন্সীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা

মুন্সীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এই জেলায় পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আক্রান্ত ছিলো মোট ২৭ জন, আর মার্চে ১০ গুন বেড়ে দাঁড়ায় ২৭১ জনে...

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এই জেলায় পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আক্রান্ত ছিলো মোট ২৭ জন, আর মার্চে ১০ গুন বেড়ে দাঁড়ায় ২৭১ জনে।

এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত তিন দিনেই করোনা শনাক্ত হয় ৭০ জন। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত ৪৮০০ জন আর মারা গেছে ৬৯ জন।

হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে নমুনা দিতে এবং টিকা নিতে ভিড় জমাচ্ছেন মানুষেরা। নমুনা দিতে এসে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, যথা সময়ে চিকিৎসক উপস্থিত না হওয়ায় আবার অনেকে বিড়ম্বনার কথাও বলেন।

করোনা হাসপাতালটিতে ফেরুয়ারিতে রোগী শূন্য হওয়ায় বন্ধ ছিলো অনেক দিন। বর্তমানে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালটিতে। এখানে বেন্টিলেটার বা আইসিও না থাকায় জটিল উপসর্গে থাকাদের ঢাকা পাঠাতে হচ্ছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/155427/মুন্সীগঞ্জে-লাফিয়ে-বাড়ছে-করোনা