ষষ্ঠ ধাপে পৌর ভোট ১১ এপ্রিল

ষষ্ঠ ধাপে পৌর ভোট ১১ এপ্রিল

ষষ্ঠ ধাপে পৌর ভোট ১১ এপ্রিল

ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১১ পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। 

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ, মনোনয়ন বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ এবং ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।

ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া পৌরসভায়।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/152254/ষষ্ঠ-ধাপে-পৌর-ভোট-১১-এপ্রিল